অধ্যক্ষের বাণী ও সংক্ষিপ্ত জীবনী
অধ্যক্ষের বাণী ও সংক্ষিপ্ত জীবনী
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
মহান আল্লাহ পাকের অগণিত শুকরিয়া যে, পীরে কামেল শাহ সুফি আলহাজ্জ হযরত মাওলানা আবুনসর মো: আ: হাই সিদ্দিকী ফুরফুরাভী (আল-কোরাইশী) সাহেব, শাহ সুফি হযরত মাওলানা মোস্তফা সিরাজুম্মুনির (রহ: পীর সাহেব সিরাজনগর, শীবপুর) সহ অগণিত আউলিয়া ও সুধিজনের দোয়া এবং এজাজতে আলহাজ্জ হযরত মাওলানা মো: মোজ্জাম্মেল হক রহ. (পীর সাহেব, ভান্ডারিয়া রিয়াজুল জান্নাত দরবার) এর কর্তৃক প্রতিষ্ঠিত, সুদক্ষ পরিচালনা পরিষদ এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসা পাঠদান পদ্ধতি, ছাত্রদের আমল আখলাক শিক্ষা সহায়ক কার্যক্রম, কৃতিত্বপূর্ণ ফলাফল, দলীয় রাজনীতি মুক্ত পরিবেশ এদেশের গুণীজনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। মাদরাসার পরিবেশ আরও উন্নত করে কাঙ্খিত সাফল্য অর্জনের জন্য এ ওয়েবসাটটি প্রকাশ করা হল। এর সকল বাস্তবায়নের জন্য অভিভাবকদের যৌথ প্রচেষ্টা একান্ত প্রয়োজন। আশা করি প্রতিটি ছাত্র মাদরাসার নিয়ম শৃঙ্খলা বিধি-বিধানের প্রতি সদা অনুগত থেকে সত্যিকারের নায়েবে নবী হিসাবে দায়িত্ব পালনে স্বচেষ্ট হবে এবং নিজেদের ও প্রতিষ্ঠানের ক্রমোন্নতিতে প্রশংসনীয় অবদান রাখতে সক্ষম হবে। আমাদের নিরলস প্রচেষ্টা আল্লাহ কবুল করুন। (আমিন)
মাওলানা আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম্মুনির
এম, এম, বিএ (অনার্স), এমএ (অল ফার্স্ট ক্লাস)
অধ্যক্ষ
ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসা
মুকুন্দিয়া, রাজবাড়ী।