পদ্মা বিধৌত রাজবাড়ী জেলা শহরের সন্নিকটে ওলী-আওলিয়াদের স্মৃতি বুকে জড়িয়ে বিশাল দেহ-বল্লারী নিয়ে সমহিমায় উদ্ভাসিত ইলমে শরীয়ত ও মারেফতের দ্বীনি মারকাজ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসা। সুন্নতে নববীর মুজাচছাম নমুনায় একটি আদর্শ জাতি গঠনের লক্ষ্যে ফুরফুরা শরীফের কাইয়োমুজ্জামান আলহাজ্জ হযরত মাওলানা আবু নছর মোহাম্মাদ আবদুল হাই ছিদ্দিকী আল কুরাইশি (রহ:) এর হাতেগড়া স্বর্ণমানব আমীরে সালেকীন, পীরে কামেল শাহসূফী আলহাজ্জ হযরত মাওঃ মোজ্জামেল হক (রহ:) এক ঝাঁক দক্ষ, মেধাবী, চৌকষ সাহসী সৈনিক নিয়ে শত বাঁধার প্রাচীর পেরিয়ে ১৯৫৫ সালে প্রতিষ্ঠা করেন এ মাদরাসা।
ভান্ডারিয়া দরবার শরীফের অন্যতম প্রতিষ্ঠান ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসা গতানুগতিক কোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম নয়। এটি ইলমে শরীয়ত ও ইলমে মারেফতসহ নানা ধরণের পরিকল্পনার যথাযথ বাস