আবাসন প্রাপ্তির নিয়মাবলী
আবাসিক ভর্তি ও সিট ব্যবস্থাপনা:
- ছাত্রাবাসের অবস্থান বিধি: - ছাত্রাবাসে অবস্থানকালে ছাত্রকে নিম্নোক্ত বিধি মেনে চলতে হবে- - (ক) পূর্বানুমতি ছাড়া কোন আবাসিক ছাত্র মাদরাসা ক্যাম্পাসের বাইরে যেতে পারবে না। - (খ) বাদ আসর ভ্রমণে অনুমতি আছে তবে মাগরিবের নামাযের পূর্বে ছাত্রাবাসে উপস্থিত হবে। কোনভাবেই মাগরিবের নামায অন্য মসজিদে পড়া বা মাগরিবের নামাযের পর অন্যত্র থাকা যাবে না। নির্ধারিত রুটের বাইরে চলা ফেরা করা যাবে না। - (গ) কামরায় গল্পগুজব হৈচৈ, টেপরেকর্ডার, রেডিও, মোবাইল বাজানো বা অন্যের পড়ালেখার ক্ষতি করে এমন কাজ করা নিষিদ্ধ। বিশেষত আহলে সুন্নত ওয়াল জামাতের আদর্শের খেলাফ কোন বই পুস্তক, নোবেল-নাটক ইত্যাদি চরিত্র বিধ্বংসী বইপত্র পড়া কঠোরভাবে নিষিদ্ধ। - (ঘ) এক কামরার ছাত্র অন্য কামরায় যাওয়া বা বিনা অনুমতিতে একই সিটে/কামরায় ২জন বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আত্মীয়-স্বজন, মেহমান রাত্রী যাপন করতে পারবে না। - (ঙ) কোন ছাত্র খাবার নির্ধারিত সময় ছাড়া অন্য সময়ে খাবার ঘরে প্রবেশ করতে পারবেনা। - (চ) বোর্ডিং এর প্রত্যেক ছাত্রকে খাবার কার্ড সংগ্রহ করতে হবে। একজনের কার্ড বহন করে অন্যজনের খানা গ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ। - (ছ) আজানের সাথে সাথে নামাযের জন্য প্রস্তুত হয়ে মসজিদে প্রবেশ করে প্রথম কাতারে শামিল হওয়ার চেষ্টা করবে। - (জ) ছাত্রাবাসের ছাত্র কোনক্রমেই বাইরে গিয়ে প্রাইভেট পড়তে পারবে না। - (ঝ) শারীরিক অসুস্থতাসহ যে কোন সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে আবাসিক শিক্ষক/নাযেমকে জানাবে। - (ঞ) কোন ছাত্র প্রতিষ্ঠানের বাইরে দূর্ঘটনা কবলিত হলে অথবা ছাত্রাবাস হতে বিনা অনুমতিতে চলে গেলে কর্তৃপক্ষ দায় দায়িত্ব বহন করে না। - (ট) ছাত্রাবাসে ভর্তির পর ছাত্রাবাস ছেড়ে যেতে চাইলে অভিভাবকের সুপারিশসহ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। - (ঠ) আলিম শ্রেণির নিচে কোন ছাত্র মোবাইল রাখতে পারবে না। মোবাইলে গান বাজনা সহ শরীয়ত বিরোধী কোন কিছু রাখা যাবে না। - ছুটি ও যাতায়াত: - (ক) ক্লাস চলাকালীন সময়ে- জন্মদিন, আকীকা, চল্লিশা, আত্মীয়ের বিয়ে, ইত্যাদির অজুহাতে ও সপ্তাহের শেষ দিকে ছুটি দেওয়া হয় না। কারণ এগুলি কেবলমাত্র সেই ছাত্রদের একনিষ্ঠ মনোযোগ নষ্ট করে না বরং তার শ্রেণির অন্যান্য ছাত্রদেরও বাড়ী যাওয়ার আগ্রহ বাড়ায়ে দেয় এবং পাঠ গ্রহণে ব্যহত করে। - (খ) ছাত্রদের পিতা ও অভিভাবকগণ তাদের সন্তান/পোষ্যকে ছাত্রাবাসে কর্তৃপক্ষের নিকট পৌঁছে দিবেন। তাদেরকে মাদরাসা ও ছাত্রাবাসে পৌঁছানো এবং নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের অভিভাবকদের উপর ন্যস্ত থাকবে। - (গ) আবাসিক ছাত্র শুধু হাট বারে ক্লাস ছুটির পর কেনা কাটার ছুটি পাবে। তবে মাগরিবের নামাযের পূর্বে বোর্ডিং এ পৌঁছাতে হবে। - হোস্টেল হতে ছুটি গ্রহণের নিয়মাবলী: - (ক) ছাত্রাবাস হতে ছুটি নিতে হলে নাজেমে এলাকার সুপারিশ স্বাক্ষর গ্রহণ করত: নাজেমে দারুল ইকামার অনুমতি স্বাক্ষর নিতে হবে। - (খ) ক্লাসের সময়ের আগে বা পরে আবাসিক ছাত্রের ছুটি প্রয়োজন হলে যথা নিয়মে আবাসিক ছুটি গ্রহণ করতে হবে। - (গ) শুধু আবাসিক ছুটি নিয়ে ক্লাসে অনুপস্থিত থাকা অথবা মাদরাসা হতে ছুটি নিয়ে বোর্ডিং এ অনুপস্থিত থাকা দন্ডনীয় অপরাধ। - (ঘ) প্রাতিষ্ঠানিক বন্ধ ও সাপ্তাহিক ছুটির দিনে ছাত্রাবাস ত্যাগের জন্য ওরাকাতুল ইকামাতে কেবলমাত্র নাজেমে দারুল ইকামার স্বাক্ষরই যথেষ্ট। - (ঙ) অনুমতিবিহীনভাবে অনুপস্থিত থাকলে শারীরিক/আর্থিক শাস্তি ভোগ করতে হবে। 
 
                    