শিক্ষা সফর

শিক্ষা সফর মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এমনকি এক কথায় বলা যায় যে, সফর মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ অঙ্গ। মানব জাতি দেশ হতে দেশান্তরের খবর জানতে পেরেছে এ শিক্ষা সফরের মাধ্যমে। অজানাকে জানার জন্যে, অদেখাকে দেখার জন্যে, পরিচিত গণ্ডির বাইরে অপরিচিত জগৎটাকে দেখার জন্যে অন্তরের আকুল আগ্রহ নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। দেশ বিদেশের ঐতিহাসিকরা একের পর এক দেশ সফর করে মানব সভ্যতার ইতিহাস রচনার যেমন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তেমনি বিশ্ব সাহিত্যকেও সমৃদ্ধ করেছে। ভ্রমণ মানুষের সুপ্ত প্রবৃত্তির বিকাশ ঘটায়, জ্ঞানের দ্বার উন্মোচন করে। তাই ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার ছাত্র শিক্ষক মিলে করা হয় শিক্ষা সফরের আয়োজন। 

   এ পর্যন্ত যে সকল স্থান সফর করা হয়েছে-

    • খানজাহান আলী রহ: এর মাজার, বাগেরহাট
    • সুন্দরবন, বাগেরহাট
    • স্বপ্নপূরী, দিনাজপুর
    • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার, গোপালগঞ্জ
    • ছারছীনা দরবার শরীফ, পিরোজপুর
    • ঝালকাঠী এন এস কামিল মাদরাসা, ঝালকাঠী
    • পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদরাসা, পটুয়াখালী
    • কুয়াকাটা সমুদ্র সৈকত, পটুয়াখালী